পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রেরিত পত্র তামান্না

ছবি
প্রিয় মেহেদী স্যার আপনি আমাদের জীবনে এসেছিলেন বসন্তের ঝোড়ো হাওয়ার মতোন। স্বাভাবিকভাবেই বস্তুহারা ছিল আমাদের জীবন। কোথায় যাব, কী করব ভেবে পাচ্ছিলাম না। তখন আপনি এলেন পথের দিশারী হয়ে। শীতের রুক্ষ প্রকৃতিতে আগমন ঘটল আপনার প্রস্ফুটিত ফুলের উপর নির্মল প্রজাপতিরূপে। যার চলন শান্ত ধীর, পবিত্র, গাম্ভীর্যপূণ। আপনি সেই প্রজাপতি যাকে শক্ত করেও ধরা যায় না আবার আলতো করেও ধরা যায় না, সে চলে যাবেই। কিন্তু আমরা বোধহয় আপনাকে একটু বেশি শক্ত করে ধরতে চেয়েছিলাম। তাই ফুলের ফৌঁটাটাও সম্পূর্ণ হতে দিলেন না। আমরা না হয় দোষী, পাপী, অপরাধী কিন্তু সেই ফুলটার কি দোষ ছিল যাকে আপনি অপূর্ণ রেখেই চলে গেলেন। মানছি স্যার সব ভালোকে বেশিক্ষণ কাছে রাখা যায় না। যেমন আমরা রাখতে পারি নি জাতির পিতাকে। কিন্তু তার সময়টাতোও এত অল্প ছিল না। বসন্তও তো প্রকৃতির কাছে কিছুদিন হার মেনেই থেকে যায়। রেখে যায় তার চলার চিহ্ন, তার আপন মহিমা। কিন্তু সেই বসন্তকে পূর্ণতা দানকারী প্রজাপতিটিকে প্রকৃতি কোন এত দ্রুত হারালো বলতে পারেন স্যার...? প্রকৃতিও কখনো কখনো তাল হারিয়ে ফেলে। কেমন করে আবার যেনো তাল ফিরেও পায়। আপনিও আমাদের মাঝে এসেছি