পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Red_rose

ছবি
প্রিয়, # Red_rose কোন এক বসন্তে তোমাকে ক্ষনিকের জন্য খুব কাছে থেকে দেখেছিলাম তোমাকে। ঠিক তোমাকে দেখেছিলাম নাকি তোমার স্বর্গীয় ঐশ্বর্য কে দেখেছিলাম বলতে পারিনা। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে তুমিও সেদিন বসন্ত সাজে সেঁজেছিলে। কিন্তু প্রকৃতির সৌন্দর্য তোমার সৌন্দর্যের কাছে একেবারেই মূল্যহীন হয়ে পড়েছিল। প্রকৃতির সব ঐশ্বর্য ছাড়িয়ে আমার চোখে সেদিন তুমি ধরা দিয়েছিলে, চন্দ্র থেকে ঝরে পড়া কোমনীয় জ্যোৎস্নার বৃষ্টির মতো। যে বৃষ্টিতে আমি মন ভরে ভিজেছিলাম। আর মনে মনে বলেছিলাম------ " আহা এমন তো কখনো দেখিনি " সেদিন বেশিক্ষণ তাকাতে পারিনি তোমার দিকে, কারন একটা কথা আমার মনে পড়ে গিয়েছিল----------- " যাকে দেখলাম এই মূহুর্তে সুন্দরির বেশে, যদি ছিনিয়ে নিয়ে যায় কোন অপরিচিত পুরুষ বীরের বেশে " সেইদিন অপরুপ কারু-কার্য মিশ্রিত হলুদ শাড়ী পরে কার জন্য অপেক্ষা করছিলে জানিনা, জানতেও চাইনা, কারণ সে অধিকার আমার নেই। #Red_rose আমার ব্যাকুল মন খুব করে চেয়েছিল কিছুক্ষনের জন্য হলেও তোমার হাতে হাত রেখে বসন্তকে ছুয়ে দেখতে। পারিনি আমি আমার মনের ইচ্ছার প্রতিফলন ঘটাতে। তবুও হতাশ হইনি আমি। কা

মৌমেসু

ছবি
প্রিয়, মৌমেসু তোমায় প্রথম দৃষ্টিমেলে দেখেছিলাম ফেসবুকে। প্রথম দর্শনেই মনে হয়েছিল, তুমি একজন আবেগ-তাড়িত প্রজাপতির প্রহর। কি ভয়ঙ্কর সুন্দর তুমি, তোমায় দেখার পর থেকে বিষন্নতায় ছেয়ে গেছে আমার মনের আকাশ। তুমি সেই নাম না জানা ফুলের মতই সুন্দর, যা দেখে আমি বার বার চমকে উঠি।আজ প্রতিটি ক্ষনে হৃদয়ে যে পরম সত্যটি অনুভব হচ্ছে-তা হলো-আমি শুধুই তোমার। তুমি বৃষ্টি ভেজা ঘাসের মতো সুন্দর। তোমার চঞ্চল পথ চলা, আর মিষ্টি মধুর কথা বলা, আমাকে আর ঠিক থাকতে দিল না, পাগল করেই ছাড়লো------- দিনের সূর্যের কাছে যেমন রা তের অন্ধকার ম্লান হয়ে যায় তেমনি দাম থাকে না চাঁদের আলোরও। কিন্তু আজ তোমাকে দেখে বুঝতে পারলাম, রহস্যময়ী সৌরজগতের মত বিধাতাও কিছু পার্থিব জিনিসকে লুকায়িত রেখেছে এই পৃথিবীতে যা এক কথায় অতুলনীয়। যার কাছে হার মেনে যায় প্রভাতের সূর্য, নিশি রাতের চাঁদের আলো। তোমার মাঝে কোটি কোটি তারা আলোক উজ্জ্বলতার সন্ধিপথ খুঁজে পাই আমি, তেমনি আজ তোমার চেহারা ঝলকানিতে সুরভিত হয়েছি আমি------- তোমার ওই রূপের ঝলক আমাকে দিশেহারা করে দেয়, তোমাকে যতই দেখি আমার মুগ্ধতা ততই বেড়ে যায়। জানো? পহেলা ফাগুনে শাড়িত