পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রেয়সী বনলতা

ছবি
তুলির আঁচড়ে বনলতা সেন কবিতায় বনলতা,  বনলতারই জন্য সবার এত কেন আকুলতা? এমনতো নয় বনলতা সেন দারুণ সে সুন্দরী, হরিণীর মত টানাটানা চোখে ডানাকাটা কোনো পরী...!! বাংলাদেশের নাটোরের এক অতি সাধারণ মেয়ে নীড়ের মত চোখ-মেলে দেখেছিল শুধু চেয়ে, কে জানে কি ছিলো চোখের ভাষার মাঝে ছিল কবির মন, আজও মনে হয় নাটোরে গেলেই পাবো তার দর্শন...!! বনলতা হল সেই অনুভূতি এক অন্তঃসলিলা নদী সব স্রষ্টার সৃষ্টির মাঝে বয়ে চলে নির বধি, বনলতা সেন, কবির মানসী প্রেমের পিয়াসী সে সব প্রেমিকের তৃষিত হিয়ার চেয়সী..!! রচনাকালঃ বঙ্গাব্দ: ১২ পৌষ ১৪২৩ খ্রিষ্টাব্দ: ২৬ ডিসেম্বর ২০১৬ রচনা-স্থান: রাজশাহী

জীবনের সমীকরণ

ছবি
জীবনের প্রথম পথ চলা থেকে শুরু করে এখন অবধি পথ চলতে চলতে অনেকটা পথ পেরিয়ে এসেছি। জানি না এ পথের শেষ কোথায়, চলার সময় পথের বাঁকে বাঁকে থমকে দাঁড়িয়েছি অনেক সময়। আবার বাস্তবে অনেক কিছু দেখেছি, কখনও হাসি, কখনও কান্না, কখনও আবার মিথ্যার প্রবঞ্চনা বাস্তব জীবনের সাথে এগুলো খুব পরিচিত। জীবনে বহুজনকে সরলামনে বিশ্বাস করেছি কিন্তু তারা সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বার বার আঘাত করেছে। তাই মানুষকে বিশ্বাস কর তে খুব ভয় হয়...!! জীবনে চলার পথে অনেক স্বপ্ন দেখেছি কখনও বাস্তবতা আবার কখনও কল্পনাময়, অবশেষে সমীকরণের খাতায় যোগ-বিয়োগ শেষে করে স্বপ্নগুলো বাস্তবতার কাছে হার মেনে মলিন হয়ে হারিয়ে যায়। তারপরও অবুঝ মন যেনো আবারও চায় সেই স্বপ্ন গুলোকে জাগ্রত করে পৃথিবীতে বাস্তব জীবনের সাথে যুদ্ধ করতে। কিন্তু অপর দিক থেকে সেই স্বপ্নের আলো গুলোকে দেখার জন্য জেগে ওঠে আবার দুটি আঁখি...!! মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা বড় বিষাদময় তারপরও চাওয়া-পাওয়া আর হারানোর মধ্যে দিয়ে প্রবাহিত হবে এই জীবন। পরিশেষে ছুটে চলা জীবনের রঙিন ডায়রীর শেষের পাতায় যেন লিখতে বড়ই ইচ্ছে হয়ে " পৃথিবীর মানুষ গুলো বড়ই নিষ্