প্রেয়সী বনলতা




তুলির আঁচড়ে বনলতা সেন
কবিতায় বনলতা, 
বনলতারই জন্য সবার এত কেন আকুলতা?
এমনতো নয় বনলতা সেন
দারুণ সে সুন্দরী, হরিণীর মত টানাটানা চোখে ডানাকাটা কোনো পরী...!!
বাংলাদেশের নাটোরের এক অতি সাধারণ মেয়ে
নীড়ের মত চোখ-মেলে দেখেছিল শুধু চেয়ে,
কে জানে কি ছিলো
চোখের ভাষার মাঝে ছিল কবির মন,
আজও মনে হয় নাটোরে গেলেই পাবো তার দর্শন...!!
বনলতা হল সেই অনুভূতি এক অন্তঃসলিলা নদী
সব স্রষ্টার সৃষ্টির মাঝে বয়ে চলে নির বধি,
বনলতা সেন, কবির মানসী প্রেমের পিয়াসী
সে সব প্রেমিকের তৃষিত হিয়ার চেয়সী..!!
রচনাকালঃ
বঙ্গাব্দ: ১২ পৌষ ১৪২৩
খ্রিষ্টাব্দ: ২৬ ডিসেম্বর ২০১৬
রচনা-স্থান: রাজশাহী


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস