বৃষ্টিস্নাত ক্যাম্পাস


অসাধারণ একটা বৃষ্টির দিন গেল আজ। আজকের আকাশেও ঘুরে ফিরে আসিতেছে তোমারি স্মৃতি। গতকালের কথা ভেবে ভেবে আজকেও সকালে একটু বৃষ্টি হল। এখনও আকাশে কিছু মেঘের আনাগোনা চলছে। মাঝে মাঝে একটু আধটু রোঁদ-আবার রিমঝিম বৃষ্টি। আর বৃষ্টির সময়টাতে ক্যাম্পাসে খুব একটা ক্লাস হয়না বললেই চলে। ক্যাম্পাসে অবসরে সময়ে বসে বসে ভালোও লাগে না, ইচ্ছে করে বৃষ্টির প্রতিটি ফোঁটার মাঝে নিজেকে উজার করে দিতে। ইচ্ছে করে সবার চোখকে ফাঁকি দিয়ে প্রিয় মানুষটার হাত ধরে রিমঝিম বৃষ্টিতে ভিজতে !!
বৃষ্টি ভেজা ক্যাম্পাসের সবুজ গাছপালা যেন আরো টেনে নিয়ে যেতে থাকে প্রকৃতির অনেক কাছে। বৃষ্টির দিনে ক্যাম্পাসে যুগলবন্দীদের একসাথে বৃষ্টিতে ভেজার ধুম পড়ে যায়। আবার কোথাও দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার দৃশ্য, টঙের উপর ভেজা বেঞ্চিতে বসে চা খাওয়া, কারো হাত ধরে কিছুটা সময় গল্প করা- গভীর আবেগের সৃষ্টি করে। কখনো কখনো বৃষ্টিতে আধভেজা হয়ে-নিজের কথাগুলো গুছিয়ে নিয়ে কবি হয়ে ওঠা, এ যেন প্রিয় মানুষটিকে নিয়ে লেখা কবিতাকে আরো বেশি প্রাণবন্ত করে তোলে..!!
মাঝে মাঝে ছাতা হাতে হালকা বৃষ্টিতে ভিজে প্রিয় কারো পাশে হেঁটে চলা, সেই সাথে নতুন কিছু অনুভূতির জন্ম দেয়া, আর প্রিয় সঙ্গীকে পাশে করে, চলে যেতে মন চাই প্রিয় কোন স্থানে..!!
রচনাকালঃ
বঙ্গাব্দ: ২০ বৈশাখ ১৪২৪
খ্রিষ্টাব্দ: ৩ মে ২০১৭
রচনা-কাল: রাজশাহী


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ