পোস্টগুলি

জানুয়ারী, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অতৃপ্ত মন

ছবি
শিশির স্নান-রত দূর্বাঘাস, দিনের প্রথম প্রহরে তোমার আগমন। তোমার প্রথম দর্শনে কি জাদু না ছিল? এই ধরণীতে তোমার চোখের ভাষার চেয়ে দামি আর কোন ভাষা আছে কিনা আমার জানা নেই। তোমার গোলাপের পাঁপড়ি ঠোঁটের হাসি আমায় বিমোহিত করে। তোমার ওই ঘনকাল কোঁকড়ানো চুলে হাত বুলিয়ে প্রতিদিন তোমার ঘুম নিয়ে আসতে চাই। তোমার হেঁটে যাওয়া নুপুরের শব্দ শুনে আমি এই পৃথিবীটাকে হাজার হাজার বার প্রদক্ষিণ করতে পারি...!! তুমি কি জান, তুমি যখন নাক ফুল দাও তখন তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেবী তুমি আমার চোখে। শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, জীবনানন্দ আর শরৎ বাবুদের কতই না দূুভাগ্য, তাঁরা বেঁচে থাকলে জুলিয়েট, হৈমন্তী, বনলতা আর বিলাসীর জায়গায় তোমার নামে চরিত্র সৃষ্টি করতেন। তোমার ভালবাসায় আমি সিক্ত হতে চাই। তোমাকে না পেলে? মৃত্যুই শ্রেয়। তোমার গোলাপ পাঁপড়ি ঠোঁটে এক চিলতে হাসি দেখার জন্য অতৃপ্ত মনের আজ উন্মাদ...!! রচনাকালঃ বঙ্গাব্দ: ১৭ মাঘ ১৪২৩ খ্রিষ্টাব্দ: ৩০ জানুয়ারি ২০১৭ রচনা-স্থান: রাজশাহী

ছুঁয়ে দেখা বৃষ্টি

ছবি
তুমি নীল জল দেখতে চেয়েছিলে, সেদিন আমিও রাজি হয়েছিলাম তোমার পাশে দাঁড়িয়ে একটা আকাশ দেখবো বলে। তুমি রেডি হতে যখন দেরি করছিলে তখন আমার খুব রাগ হচ্ছিলো, ভাবছিলাম আসলে মেয়েদের নিয়ে কোথাও যাওয়াটা কতটা বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। ততক্ষণাত তোমার কক্ষের দরজাটি খোলার শব্দ আমার কানে লাগলো আমি কিছুটা খুশি যে অন্তত এখন রওনা হতে পারবো সে আসছে। কিন্তু তুমি যখন আরডি মার্কেটের ওভার ব্রীজের সামনে এসে দাঁড়ালে তখন তোমার চোখের দিকে তাকাতেই পৃথিবীর সমগ্র রাগ ভালোবাসায় রুপান্তরিত হয়ে গেলো। আমার বুঝতে বাকী রইল না যে আজকের বিকেলটি হতে যাচ্ছে আমার জীবনে সেরা প্রাপ্তিময় একটি বিকেল। যতটুকু মনে করতে পারছি আমি প্রায় ১ মিনিট অবিচল দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তোমার চোখ আর শাড়ীটার দিকে। তুমি চুলগুলোকে এমনভাবে রেখেছিলে যা কোনো ফ্যাশন নয় একটা স্টাইল হয়ে গিয়েছিল যে স্টাইলের উদ্ভাবক একমাত্র তুমিই। তোমার শাড়ী পড়ার ধরন আকৃষ্ট করতো যেকোনো পাশ্চাত্যরীতি অনুসৃত পুরুষকে। রাতের ঝলমলে আকাশের একটা ছোট্ট চাঁদ যেমন লক্ষ কোটি কিলোমিটার দূর থেকেও সমগ্র পৃথিবীকে আলোকিত করে তেমন কাজটাই করেছিল তোমার কপালের লাল টিপটা। তবে

মৌনতার নাম নেই

ছবি
মনে পরে সেইদিন যেদিন তোমায় প্রথম দেখেছিলাম রবীন্দ্র-চত্বরে। তোমাকে প্রথম দেখাতেই হইতবা ভাল লেগে গিয়েছিল তখন বুঝতে না পারলে ও পরে বুঝতে পারি যে এ ভাল লাগার চেয়েও আর বেশি কিছু তোমার ওই কাজল রাঙা হরিণির মত চোখ আমাকে করে দিয়েছে পাগল। তোমার ওই চাঁদের মত হাসিখানা মুখ দেখলে মনে হয়, এ তো মানুষ নয় কোনো এক স্বর্গের অপ্সরী। আর তোমার মুখের বুলি শুনলে মনে হয় এ যেন অপ্সরীর মুখ থেকে অম্রিত-ক্ষরণ শাণিত হচ্ছে । আমার তোমার সব থেকে কি ভালো লাগে জানো? সেটা তোমার মানসিকতা, আমার মনে হয় সব মেয়েরা তোমার মত এত সুন্দর মনের হলে পৃথিবী আরো ভালো হত...!! তোমার সাথে দেখা হওয়াটা ছিল আমার ভাগ্য। তোমার সাথে বন্ধুত্ব করার ইচ্ছা ছিলো। কিন্তু তোমাকে ভালবাসা ছিল সম্পূর্ণ-ই আমার আয়ত্ত্বের বাহিরে...!! রচনাকালঃ বঙ্গাব্দ: ২৩ পৌষ ১৪২৩ খ্রিষ্টাব্দ: ৬ জানুয়ারি ২০১৭ রচনা-স্থান: রাজশাহী