অতৃপ্ত মন


শিশির স্নান-রত দূর্বাঘাস, দিনের প্রথম প্রহরে তোমার আগমন। তোমার প্রথম দর্শনে কি জাদু না ছিল? এই ধরণীতে তোমার চোখের ভাষার চেয়ে দামি আর কোন ভাষা আছে কিনা আমার জানা নেই। তোমার গোলাপের পাঁপড়ি ঠোঁটের হাসি আমায় বিমোহিত করে। তোমার ওই ঘনকাল কোঁকড়ানো চুলে হাত বুলিয়ে প্রতিদিন তোমার ঘুম নিয়ে আসতে চাই। তোমার হেঁটে যাওয়া নুপুরের শব্দ শুনে আমি এই পৃথিবীটাকে হাজার হাজার বার প্রদক্ষিণ করতে পারি...!!
তুমি কি জান, তুমি যখন নাক ফুল দাও তখন তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেবী তুমি আমার চোখে। শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, জীবনানন্দ আর শরৎ বাবুদের কতই না দূুভাগ্য, তাঁরা বেঁচে থাকলে জুলিয়েট, হৈমন্তী, বনলতা আর বিলাসীর জায়গায় তোমার নামে চরিত্র সৃষ্টি করতেন। তোমার ভালবাসায় আমি সিক্ত হতে চাই। তোমাকে না পেলে? মৃত্যুই শ্রেয়। তোমার গোলাপ পাঁপড়ি ঠোঁটে এক চিলতে হাসি দেখার জন্য অতৃপ্ত মনের আজ উন্মাদ...!!
রচনাকালঃ
বঙ্গাব্দ: ১৭ মাঘ ১৪২৩
খ্রিষ্টাব্দ: ৩০ জানুয়ারি ২০১৭
রচনা-স্থান: রাজশাহী


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস