পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অদৃশ্য মানবী

ছবি
ভালবাসার এক অন্য রকম অনুভূতি তুমি। মানুষ এতটা হাসি খুশি, চঞ্চল, প্রাণবন্ত হয় তোমাকে না দেখলে বুঝতাম না। রোজ দেখি তোমায়, কতটা সহজ, সরল, স্বাভাবিক তুমি। যে কেউ তোমার প্রেমে পড়বে। প্রথম দেখাতেই পেয়েছিলাম স্বর্গীয় অনুভূতি, বুঝেছিলাম অন্য আট-দশটা মেয়ের মত তুমি না। তারপর যতবার দেখেছি শুধু ভাললাগার গভীরেই হারিয়ে গেছি। সেই ভাললাগা যে এভাবে আমাকে তাড়িয়ে বেড়াবে, আমাকে স্বপ্ন দেখতে বাধ্য করাবে এটা আমার অজানায় ছি ল। তোমার স্নিগ্ধতা আমার মন ছুয়েছে, তোমার মুগ্ধ হাসি আমার পথ চলার শক্তি...!! প্যারিস রোডে প্রথম দেখার ক্ষণটাও ছিল আমার জীবনের স্পেশাল মুহূর্ত। তোমার হাসিটা আমার হৃদয়ে ছুয়ে যায় গ্রীষ্মকালের শীতলতার আবেশ ছড়িয়ে। চশমাতে তোমাকে অনেক ভালোলাগে। যতবার তোমাকে দেখি ততবারই তোমার মাঝে হারিয়ে যায়। কল্পনার রাজ্যে তুমি আমার অদৃশ্য দেবী। স্বপ্নে তুমি আমার অপ্সরী---------- কিন্তু হঠাৎ কোন এক অজানা কারণে তোমার ফেইসবুক আইডির ফ্রেন্ড লিস্ট থেকে হারিয়ে যাওয়ার সাথে সাথে বুঝিয়ে দিলে তোমার কাছে আমার মূল্যটা কতটুকু। আজও অপেক্ষায় আছি তোমার, আশায় আছি কোন এক নিশ্চুপ মৌন সন্ধ্যায় তোমার হাত

বিবর্ণ ক্যানভাস

ছবি
আকাশের চাঁদ সুন্দর বলে চেয়ে থাকি, সেকি মোর অপরাধ। তুমিও তো সেই সুন্দরের প্রতীক। তাই চেয়ে থাকি, সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে বিজ্ঞ বিচারক কে বলব যেন শাস্তি হিসাবে তোমার মনের গহীন বনে নির্বাসন দেয়...!! তোমার হরিণীর মত টানা কাজল কালো চোখ আর তোমার মায়াবী রুপের আলোক-ছটা প্রতীবিম্ব রেখার আগ্নেয় তীর বার বার আমার মনকে আঘাত করেছে। বিদ্ধ করেছে বার বার আমার মনের সরল চাওয়া ও নিগূড়িত আত্মাকে। একই আকাশের নিচে একি কলেজ হলেও ডিপার্টমেন্ট টা দুজনের ভিন্ন। হোক অন্য ডিপার্টমেন্ট ধরলাম না হয় অন্য ক্যাম্পাসে তুমি একজন, তবুও প্রথম দেখা হয়েছিল আমাদের ক্যাম্পাসের প্যারিস রোডে..!! আমি দেখিনি তোমায় কিন্তু দেখেছি তোমার সরল চোখ, চোখে দেখেছি অপার প্রেম আর শেষের কবিতার লাবণ্যর মত আঁকা ভালবাসার ক্যানভাস !! আর কিছু পারি কিনা জানিনা, তবে এটা নি:সঙ্কোচে বলতে পারি, তোমারই মায়াবী রুপ আর হরিণীর মত টানা টানা কাজল কালো চোখ দেখে দু-চারটে কবিতা লিখতে পারি অনায়াসে !! রচনাকালঃ বঙ্গাব্দ: ২৪ বৈশাখ ১৪২৪ খ্রিষ্টাব্দ: ০৭ মে ২০১৭ রচনা-স্থান: রাজশাহী

বৃষ্টিস্নাত ক্যাম্পাস

ছবি
অসাধারণ একটা বৃষ্টির দিন গেল আজ। আজকের আকাশেও ঘুরে ফিরে আসিতেছে তোমারি স্মৃতি। গতকালের কথা ভেবে ভেবে আজকেও সকালে একটু বৃষ্টি হল। এখনও আকাশে কিছু মেঘের আনাগোনা চলছে। মাঝে মাঝে একটু আধটু রোঁদ-আবার রিমঝিম বৃষ্টি। আর বৃষ্টির সময়টাতে ক্যাম্পাসে খুব একটা ক্লাস হয়না বললেই চলে। ক্যাম্পাসে অবসরে সময়ে বসে বসে ভালোও লাগে না, ইচ্ছে করে বৃষ্টির প্রতিটি ফোঁটার মাঝে নিজেকে উজার করে দিতে। ইচ্ছে করে সবার চোখকে ফাঁকি দ িয়ে প্রিয় মানুষটার হাত ধরে রিমঝিম বৃষ্টিতে ভিজতে !! বৃষ্টি ভেজা ক্যাম্পাসের সবুজ গাছপালা যেন আরো টেনে নিয়ে যেতে থাকে প্রকৃতির অনেক কাছে। বৃষ্টির দিনে ক্যাম্পাসে যুগলবন্দীদের একসাথে বৃষ্টিতে ভেজার ধুম পড়ে যায়। আবার কোথাও দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার দৃশ্য, টঙের উপর ভেজা বেঞ্চিতে বসে চা খাওয়া, কারো হাত ধরে কিছুটা সময় গল্প করা- গভীর আবেগের সৃষ্টি করে। কখনো কখনো বৃষ্টিতে আধভেজা হয়ে-নিজের কথাগুলো গুছিয়ে নিয়ে কবি হয়ে ওঠা, এ যেন প্রিয় মানুষটিকে নিয়ে লেখা কবিতাকে আরো বেশি প্রাণবন্ত করে তোলে..!! মাঝে মাঝে ছাতা হাতে হালকা বৃষ্টিতে ভিজে প্রিয় কারো পাশে হেঁটে চলা, সেই সাথে নতুন কিছ