বিবর্ণ ক্যানভাস


আকাশের চাঁদ সুন্দর বলে চেয়ে থাকি, সেকি মোর অপরাধ। তুমিও তো সেই সুন্দরের প্রতীক। তাই চেয়ে থাকি, সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে বিজ্ঞ বিচারক কে বলব যেন শাস্তি হিসাবে তোমার মনের গহীন বনে নির্বাসন দেয়...!!
তোমার হরিণীর মত টানা কাজল কালো চোখ আর তোমার মায়াবী রুপের আলোক-ছটা প্রতীবিম্ব রেখার আগ্নেয় তীর বার বার আমার মনকে আঘাত করেছে। বিদ্ধ করেছে বার বার আমার মনের সরল চাওয়া ও নিগূড়িত আত্মাকে। একই আকাশের নিচে একি কলেজ হলেও ডিপার্টমেন্ট টা দুজনের ভিন্ন। হোক অন্য ডিপার্টমেন্ট ধরলাম না হয় অন্য ক্যাম্পাসে তুমি একজন, তবুও প্রথম দেখা হয়েছিল আমাদের ক্যাম্পাসের প্যারিস রোডে..!!
আমি দেখিনি তোমায় কিন্তু দেখেছি তোমার সরল চোখ, চোখে দেখেছি অপার প্রেম আর শেষের কবিতার লাবণ্যর মত আঁকা ভালবাসার ক্যানভাস !!
আর কিছু পারি কিনা জানিনা, তবে এটা নি:সঙ্কোচে বলতে পারি, তোমারই মায়াবী রুপ আর হরিণীর মত টানা টানা কাজল কালো চোখ দেখে দু-চারটে কবিতা লিখতে পারি অনায়াসে !!
রচনাকালঃ
বঙ্গাব্দ: ২৪ বৈশাখ ১৪২৪
খ্রিষ্টাব্দ: ০৭ মে ২০১৭
রচনা-স্থান: রাজশাহী


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস