পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Love is the gift of God

ছবি
হঠাৎ চলার পথে এক একটা মুখ একেবারে বুকের মধ্য গেঁথে যায়, এটা কেবল সৌন্দর্যের জন্য না। এই মুখ হাজার মানুষের ভিড়েও চোখে পরে। সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে আবিস্কার করেছি একটু একটু করে। মনের চোখ দিয়ে তোমাকে দেখেছি। মন বলে, স্বর্গ থেকে দেবী এসেছে আমাকে পৃথিবীর ধুলো-বালি থেকে আচঁল দিয়ে ডেকে রাখার জন্য। তোমার মুখে কি দেখেছিলাম কে জানে, ফলে যা হবার তাই হলো-আমি মুহূর্তেই তোমাকে ভালোবেসে ফেললা ম..!! ভালোবাসার মধ্য কোনো অপরাধ আমি দেখি না, কারণ মনের ভালবাসায় মানুষের কোনো হাত নেই। কেমন একটা ইচ্ছায়-অনিচ্ছায় হয়ে যায় ঈশ্বর'ই ভালো বলতে পারবেন। ইংরেজীতে যাকে বলে--- Love is the gift of God. তাই শাস্তি আমাকে না দিয়ে তাকেই দিও, শুধু আমারটা আমাকেই বুঝিয়ে দিলেই হবে...!! আসলে ভালোবাসাহীন জীবন অনেকটা পিথাগোরাসের গানিতিক তও্বের মতো রসকষহীন। আর ভালোবাসায় ভরা জীবন হচ্ছে-ভিঞ্চির মোনালিসার মতো রোমান্টিক জীবন। কিটসের কবিতার মতো মধু ভরা মৌচাক। শুধু মাএ ভালোবাসার মাধ্যমেই সব স্বপ্ন সত্যি করা যায়..!! আচ্ছা মানুষের মন কি কোয়ান্টাম মেকানিক্স এর মতো জটিল? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন যদি পৃথিবীর সবচেয়ে রু

উষ্ণতা

ছবি
একটু হাত বাড়াও ধরি তোমার হাতটি  একটু কাছে এসো তোমাকে টেনে নেই বুকে । দেবে কি একটু উষ্ণতা যে উষ্ণতার জন্য অপেক্ষা করেছি অনেক- অনেক বছর। জানি তোমার দেওয়া উষ্ণতাই হবে আমার জীবনে শ্রেষ্ট পাওয়া। রচনাকালঃ বঙ্গাব্দ: ৫ ফাল্গু ১৪২৩ খ্রিষ্টাব্দ: ১৭ ফেব্রুয়ারী ২০১৭ রচনা-স্থান: রাজশাহী

ক্ষণিকের দেখা

ছবি
অজস্র মানুষের চারিপাশে কোলাহলে পরিপূর্ণ এ পৃথিবী, এত ভিড়ের মাঝে শুধুই শূন্যতা আর রিক্ততা, সময়ের সাথে সব কিছু আস্তে আস্তে সব সম্পর্ক গুলোর রং পরিবর্তন হতে থাকে, যাকে ছাড়া একদিনও বাঁচবো না এমন মনে হত আগে, আজ সেটা সময় যাওয়ার সাথে সাথে তার চেহারাটা কেমন ঝাঁপসা হয়ে আসে...!! পদ্মা গার্ডেন রাজশাহী শহরের অন্যতম একটি জায়গা, গোধূলি লগনে বেরিয়ে পড়লাম আমি আমার এক বন্ধু আর ছোট ভাই পদ্মা গার্ডেনর দিকে, হাটি হাটি পা পা করে হাট ছিলাম সামনের দিকে, পদ্মা গার্ডেনের যখন মাঝ পথে তাকিয়ে দেখি কোন এক দেবি দাড়িয়ে আছে আমার মুখো পানে চেয়ে অপলক দৃষ্টিতে, তাকিয়ে ছিলাম আমিও যেন শুভদৃষ্টির মত একটি অনুভূতি, সেই কবে শেষ দেখা হয়েছে তা মনে রাখা বাহুল্য, কিন্তু কেমন আছো এই এই কথাটা বলার মত সুযোগ হয়নি কারো, শুধু হয়েছিল একটু শুভদৃষ্টি, তাকিয়ে থাকতে থাকতে কত মানুষের ভীড়ে হারিয়ে গেলো বুঝতেই পাড়লাম না...!! চলার পথে এভাবে ক্ষণিকের দেখা হয়ে যাবে এমন কোনো দেবির সাথে কখনো ভাবতেও পারিনি, এমন একটা সময় ছিলো যার বসবাস আমার পুরোটা জগৎ জুড়ে, সেই সোনালী সময়টুকু হারিয়ে যায় হয়তো একট

অন্ধকারের অবছায়া

ছবি
দিনের সূর্যের কাছে যেমন রাতের অন্ধকার ম্লান হয়ে যায় তেমনি দাম থাকে না চাঁদের আলোরও। কিন্তু আজ তোমাকে দেখে বুঝতে পারলাম, রহস্যময়ী সৌরজগতের মত বিধাতাও কিছু পার্থিব জিনিসকে লুকায়িত রেখেছে এই পৃথিবীতে যা এক কথায় অতুলনীয়। যার কাছে হার মেনে যায় প্রভাতের সূর্যও, নিশি রাতের চাঁদের আলো। তোমার মাঝে কোটি কোটি তারা আলোক উজ্জ্বলতার সন্ধিপথ খুঁজে পাই আমি, তেমনি আজ তোমার চেহারা ঝলকানিতে সুরভিত হয়েছি আমি ...!! তোমার ওই সন্ধি পথের আলোতে একটু আলোকিত করবে আমায় অন্ধকারের অবছায়া থেকে...!! রচনাকালঃ বঙ্গাব্দ: ২৩ মাঘ ১৪২৩ খ্রিষ্টাব্দ: ৫ ফেব্রুয়ারী ২০১৭ রচনা-স্থান: রাজশাহী