Love is the gift of God



হঠাৎ চলার পথে এক একটা মুখ একেবারে বুকের মধ্য গেঁথে যায়, এটা কেবল সৌন্দর্যের জন্য না। এই মুখ হাজার মানুষের ভিড়েও চোখে পরে। সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে আবিস্কার করেছি একটু একটু করে। মনের চোখ দিয়ে তোমাকে দেখেছি। মন বলে, স্বর্গ থেকে দেবী এসেছে আমাকে পৃথিবীর ধুলো-বালি থেকে আচঁল দিয়ে ডেকে রাখার জন্য। তোমার মুখে কি দেখেছিলাম কে জানে, ফলে যা হবার তাই হলো-আমি মুহূর্তেই তোমাকে ভালোবেসে ফেললাম..!!
ভালোবাসার মধ্য কোনো অপরাধ আমি দেখি না, কারণ মনের ভালবাসায় মানুষের কোনো হাত নেই। কেমন একটা ইচ্ছায়-অনিচ্ছায় হয়ে যায় ঈশ্বর'ই ভালো বলতে পারবেন। ইংরেজীতে যাকে বলে--- Love is the gift of God. তাই শাস্তি আমাকে না দিয়ে তাকেই দিও, শুধু আমারটা আমাকেই বুঝিয়ে দিলেই হবে...!!
আসলে ভালোবাসাহীন জীবন অনেকটা পিথাগোরাসের গানিতিক তও্বের মতো রসকষহীন। আর ভালোবাসায় ভরা জীবন হচ্ছে-ভিঞ্চির মোনালিসার মতো রোমান্টিক জীবন। কিটসের কবিতার মতো মধু ভরা মৌচাক। শুধু মাএ ভালোবাসার মাধ্যমেই সব স্বপ্ন সত্যি করা যায়..!!
আচ্ছা মানুষের মন কি কোয়ান্টাম মেকানিক্স এর মতো জটিল? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন যদি পৃথিবীর সবচেয়ে রুপসী কন্যা এসে "I Love you" বলে আমি সবিনয়ে অপারগতা জানাবো। বোকার মতো অনেক কিছু লিখে ফেললাম। এতো কিছু লেখার অধিকার হয়তো আমার নেই। আপনাকে তুমি করে লিখলাম। আপনাকে চিঠি লিখতে বসে খুব আপন মনে হলো-আপন মানুষকে তো তুমি করেই বলতে হয়। চিঠিটা শেষ করতেই ইচ্ছা করছেনা। মনে হচ্ছে তুমি আমার পাশেই বসে আছো। তারপরও শেষ করতে হলো। কারন আর একটু পর সকাল হবে...!!
ভালো থেকো, তোমার ভালোই আমার ভালো। এই কথাটা বলতে পেরে খুব ভালো লাগছে। তাই আবার বললাম----
খুব ভালো থেকো
রচনাকালঃ
বঙ্গাব্দ: ১৫ ফাল্গুন ১৪২৩
খ্রিষ্টাব্দ: ২৭ ফেব্রুয়ারী ২০১৭
রচনা-স্থান: রাজশাহী




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস