ক্ষণিকের দেখা



অজস্র মানুষের চারিপাশে কোলাহলে পরিপূর্ণ এ পৃথিবী, এত ভিড়ের মাঝে শুধুই শূন্যতা আর রিক্ততা, সময়ের সাথে সব কিছু আস্তে আস্তে সব সম্পর্ক গুলোর রং পরিবর্তন হতে থাকে, যাকে ছাড়া একদিনও বাঁচবো না এমন মনে হত আগে, আজ সেটা সময় যাওয়ার সাথে সাথে তার চেহারাটা কেমন ঝাঁপসা হয়ে আসে...!!
পদ্মা গার্ডেন রাজশাহী শহরের অন্যতম একটি জায়গা, গোধূলি লগনে বেরিয়ে পড়লাম আমি আমার এক বন্ধু আর ছোট ভাই পদ্মা গার্ডেনর দিকে, হাটি হাটি পা পা করে হাট ছিলাম সামনের দিকে, পদ্মা গার্ডেনের যখন মাঝ পথে তাকিয়ে দেখি কোন এক দেবি দাড়িয়ে আছে আমার মুখো পানে চেয়ে অপলক দৃষ্টিতে, তাকিয়ে ছিলাম আমিও যেন শুভদৃষ্টির মত একটি অনুভূতি, সেই কবে শেষ দেখা হয়েছে তা মনে রাখা বাহুল্য, কিন্তু কেমন আছো এই এই কথাটা বলার মত সুযোগ হয়নি কারো, শুধু হয়েছিল একটু শুভদৃষ্টি, তাকিয়ে থাকতে থাকতে কত মানুষের ভীড়ে হারিয়ে গেলো বুঝতেই পাড়লাম না...!!
চলার পথে এভাবে ক্ষণিকের দেখা হয়ে যাবে এমন কোনো দেবির সাথে কখনো ভাবতেও পারিনি, এমন একটা সময় ছিলো যার বসবাস আমার পুরোটা জগৎ জুড়ে, সেই সোনালী সময়টুকু হারিয়ে যায় হয়তো একটা সময়ে কিন্তু রেখে যায় তার পদচিহ্ন, একটা সময় নিজেদের ভুলের কারনে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, দোষ ছিল দুজনেরই, কারও বেশি কারও কম, কে বেশি দোষী ছিল সেটা আজকে আর নাই বলি, সেই কবেকার কথা, প্রথম প্রেম ছিল, কোন চিন্তা ভাবনা ছিল না কেবল আবেগ ছিল, আজও আছে মনের কোণে কোন একটা জায়গা জুড়ে, আজও তাকে মনে অনুভব করি আমার সাদৃশ্য অনুভূতি দিয়ে...!!
জানি না এই আমার ও ব্যক্তত কথামালা বা শব্দমালা যেটাই বলি না কেনো, তোমার কাছে পৌছাবে কী না, তোমাকে না বলা শেষ কথাটি আজ বলে যায়ঃ
তোমার হাতে সময় হলে তুমি এসো একবার, আজ হয়তো বৃষ্টি হবে মুষলধারে, প্রবল বর্ষণে পবিত্র হবো পৃথিবীর বুকে, তোমার আঁচলে লিখবো বৃষ্টি ভেজা একটি কবিতা, কাজল কালো মেঘের নিশ্বাস বুকে ধারণ করে নীল পদ্মের ঘ্রাণ ভাসবে নাকের ডগায়, তোমায় বেঁধে শব্দের মায়াজালে অসম্ভব একটি শূন্যতায় পরিপূর্ণ সন্ধ্যার মৌনতায়-একমুঠো বৃষ্টি দিয়ে ভেজাবো তোমায়, জীবনের অতৃপ্ত প্রহরগুলো আনন্দে মিশে একাকার, হাতের মুঠোয় বন্দী করে কিছু রূপকথা-তোমার চোখে স্বপ্ন ভাসবে উত্তাল তরঙ্গে অবিরাম হেসে, নীল আকাশে নিঝুম রাতে মেঘের আল্পনা দেখবো হৃদয় হৃদয়ের সুরে বেঁধে, নিভৃত বাতায়নে দাঁড়িয়ে আলিঙ্গনের তৃপ্ততায় লিখে দেবো হৃদয়ের অব্যক্ত সুখ বৃষ্টি ভেজা কবিতায়.....!!
রচনাকালঃ
বঙ্গাব্দ: ৩০ মাঘ ১৪২৩
খ্রিষ্টাব্দ: ১২ ফেব্রুয়ারী ২০১৭
রচনা-স্থান: রাজশাহী


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস