অন্ধকারের অবছায়া


দিনের সূর্যের কাছে যেমন রাতের অন্ধকার ম্লান হয়ে যায় তেমনি দাম থাকে না চাঁদের আলোরও। কিন্তু আজ তোমাকে দেখে বুঝতে পারলাম, রহস্যময়ী সৌরজগতের মত বিধাতাও কিছু পার্থিব জিনিসকে লুকায়িত রেখেছে এই পৃথিবীতে যা এক কথায় অতুলনীয়। যার কাছে হার মেনে যায় প্রভাতের সূর্যও, নিশি রাতের চাঁদের আলো। তোমার মাঝে কোটি কোটি তারা আলোক উজ্জ্বলতার সন্ধিপথ খুঁজে পাই আমি, তেমনি আজ তোমার চেহারা ঝলকানিতে সুরভিত হয়েছি আমি...!!
তোমার ওই সন্ধি পথের আলোতে একটু আলোকিত করবে আমায় অন্ধকারের অবছায়া থেকে...!!
রচনাকালঃ
বঙ্গাব্দ: ২৩ মাঘ ১৪২৩
খ্রিষ্টাব্দ: ৫ ফেব্রুয়ারী ২০১৭
রচনা-স্থান: রাজশাহী


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস