উষ্ণতা


একটু হাত বাড়াও
ধরি তোমার হাতটি 
একটু কাছে এসো
তোমাকে টেনে নেই বুকে ।
দেবে কি একটু উষ্ণতা
যে উষ্ণতার জন্য অপেক্ষা করেছি
অনেক- অনেক বছর।
জানি তোমার দেওয়া উষ্ণতাই হবে
আমার জীবনে শ্রেষ্ট পাওয়া।
রচনাকালঃ
বঙ্গাব্দ: ৫ ফাল্গু ১৪২৩
খ্রিষ্টাব্দ: ১৭ ফেব্রুয়ারী ২০১৭
রচনা-স্থান: রাজশাহী



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস