অদৃশ্য বনলতা


চেয়ে আছি শূণ্যপানে
দূর থেকে বহুদূর,
তাকিয়ে র'বো স্থির আঁখি যুগলে
দৃষ্টি যায় যতদূর।
অদৃশ্য মানবী বনলতা
আঁকি যারে কল্পনায়,
ব্যস্ত শহরের প্রতি গলিতে
যাকে আমি খুঁজে বেড়ায়।
রহস্য মনে খুঁজি তোমায়
পরিযায়ী পাখির বেশে,
যাত্রিক হয়ে খুঁজবো আমি
নিশি আর বেলা শেষে।
বিশ্ববিমোহন আঁখি বনলতার
মুখে আছে অপরূপ মায়া,
বনলতা তোমার ঠোঁটের অবয়ব
দোরোখা তোমার কায়া।
কিন্নরের কণ্ঠে ডাকি তোমায়
এসো ছেড়ে সব ভিড়,
বনলতার জন্য রাখবো খোলা
আমার হৃদয়ের নীড়।
রচনাকালঃ
বঙ্গাব্দ: ৭ চৈত্র ১৪২৩
খ্রিষ্টাব্দ: ২১ মার্চ ২০১৭
রচনা-স্থান: রাজশাহী





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস