নিস্তব্ধ-রাত্রি



আলোর ঝলকানিতে-ঝলসে গেছে মন। আলো আর সহ্য হয় না। চলমান জীবন কেমন যেন ঝিমধরা, জোর করে টেনে নিয়ে যাওয়া। দিনের আলোর গভীরে প্রত্যাশা গুলো বাঁধা পাই। ডানা ভাঁঙা আহত পাখির মন নির্দিষ্টের পথে, নিজেকে খোঁজার অবিরাম স্রোত এখনও এসে নামে নির্জন দ্বীপে। অ-শরীর ডানায় ভর করে নিঝুম রাত দূর গগনের মিটি মিটি নক্ষত্রেরা জাগে। সেই শুরু পথ চলা - - - - - - - 

হাজার ব্যস্ততা শেষে শহরের শুনশান ল্যাম্প-পোষ্টের ছায়া নিজেকে বিদ্রুপ করে।তবুও আঁধার নামে পৃথিবীতে নিশ্চুপ নিরবতার মাঝে। নিজেকে মেলে ধরি গহীন অন্ধকারে জোনাকির মাঝে। শুধু বিছানায় শুয়ে জানালার দিকে তাকিয়ে আকাশের অ-গণিত তারাদের মাঝে নিজেকে
হারায়। তখন যেনো মনে হয়-----
ফিরে এসো আঁধার
আঁধারের খামে জমা হোক
সকল সময়ের স্মৃতির স্বর-লিপি !!
রচনাকালঃ
বঙ্গাব্দ: ৩০ চৈত্র ১৪২৩
খ্রিষ্টাব্দ: ১৩ এপ্রিল ২০১৭
রচনা-স্থান: রাজশাহী


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস