এক পেয়ালা অণু-প্রেরণা




আলোই যে শুধু মানুষকে পথ দেখায় এমন নয়, নিকশ কালো আঁধারও কাউকে কাউকে পথ দেখায়। শুধু আশা আর অনুপ্রেরনাই সফল হওয়ার জন্য যথেষ্ট নয়। গভীর হতাশাও কাউকে কাউকে পিছন থেকে ঠেলা দেয়...!!
প্রত্যেকেরই জীবনে ছোট বড় গল্প থাকে। ভালবাসার গল্প, না পাওয়ার গল্প, কষ্ট পাওয়ার গল্প, অশ্রুভেজা রাতের গল্প, কারো থাকে না খেয়ে থাকার নির্মম গল্প, টিউশুনির গল্প, খাঁ খাঁ রোদে ভেজা শার্টের গল্প, আরো থাকে নির্মম অবহেলার গল্প, ছোট লোকের গল্প, বড় মানুষের গল্প...!!
প্রতিটা কষ্টই মানুষকে শক্ত করে তোলে। নতুন করে চাপ নিতে শেখায়। হাজারো চাপে একদিন সে ভেঙ্গে যায় না। অবেলায় চোখে পানি আসে না। কচি লাউয়ের ডগায় যেদিন প্রথম কুঁড়ি আসে, কেউ ভাবে না এই ডগায় একদিন দশ কেজি লাউ ঝুলবে। ছোট বড় কষ্টগুলো নরম মানুষটাকে একদিন ইস্পাত বানিয়ে ফেলে। ভেঙ্গে যায়, অনেকেই ভেঙ্গে পড়ে, হারিয়ে যায় অতলে। ব্যর্থদের গল্প আমরা লিখি না। হারিয়ে যাওয়া মানুষগুলো কষ্ট নিয়ে বেঁচে থাকে। সেই কষ্টের গল্প কেউ লেখেনা...!!
অবহেলা আর হতাশা মানুষকে শক্তি দেয়। সেই শক্তির খোঁজ সবাই পায় না। সবাইকে দেখিয়ে দেবার প্রচন্ড একটা ইচ্ছা ভিতরে কাজ করে। এই ইচ্ছা কাউকে কাউকে অনেক বড় করে তুলে। হতাশার শক্তি একদিন মানুষকে বড় বানাবে। অবহেলার কষ্ট একদিন সবাইকে মহান বানাবে। কষ্ট পেয়ে মানুষ সবচেয়ে ভাল কবিতাটি লিখে...!!
প্রতিটা কষ্টই মানুষকে শক্ত করে তোলে। এদেশের ইতিহাসে না খেয়ে থাকা ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়। গায়ে শার্ট না থাকা ছেলেটা একদিন বিখ্যাত হয়। মানুষের টাকায় পড়া আতিউর রহমান একদিন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর হয়। এগুলো হতাশার শক্তি, কষ্টের শক্তি, না খেয়ে থাকার শক্তি। জ্বল জ্বল চোখে এ মানুষগুলো সুযোগ খুঁজে। সুযোগ ঠিকই একদিন আসে। কষ্টে পুড়ে যাওয়া মানুষগুলো সুযোগ হারায় না। যে জীবনে একটি বারের জন্যও না খেয়ে থাকতে হয় নি, যে জীবনে ক্ষুধার কষ্ট আসে নি, অর্থের কষ্ট আসে নি, না পাওয়ার দুঃখ পোহাতে হয়নি, পাওয়ার আনন্দে কান্না আসে নি সেটি আসলে জীবন নয়। জীবন টা আমাদের ধারনার চেয়েও বড়...!!
জীবনে প্রাপ্তির সাথে সাথে অবধারিত ভাবে কিছু অপ্রাপ্তি আসবে। সুখী হতে হলে অনেক কিছুই আপনাকে ভুলে যেতে হবে। কখনও হিসাব মেলাবেন না। মৃত্যুসজ্জায় থেকেও অনেকের হিসেব মিলে না। সবচেয়ে ভাল উপায় আপনি আপনার নিচের দিকে তাকাবেন। আপনার চেয়েও অনেক দু:খী মানুষ খুঁজে পাবেন। রেল লাইনে ভিক্ষে করা মানুষগুলোর দিকে তাকাবেন, পদ্মা এলাকার বস্তির দিকে তাকাবেন। ওখানেও মানুষ থাকে, ওদেরও সুখ আছে দুঃখ আছে। রাজশাহী জিরো পয়েন্টের খোড়া ভিক্ষুকটার দিকে তাকাবেন নিজ দৃষ্টি ভঙ্গি থেকে কিছু খুঁজে পাবেন...!!
রচনাকালঃ
বঙ্গাব্দঃ ৫ বৈশাখ ১৪২৪
খ্রিষ্টাব্দঃ ১৮ এপ্রিল ২০১৭
স্থানঃ রাজশাহী


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস