প্রথম দেখা





প্রথমবার যখন দেখেছিলাম তোমায়, কাজল কালো চোখে বন্দী করেছিলে অামায়। বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি অাজও আমাকে ভাবায়। তুমি মানুষ নাকি পরী এ বসুন্ধরায়। তারপর কতবার দেখা তবু হয়না কোনো কথা। সমস্ত ভালোবাসা বেমালুম হবার পর, নিজের অস্তিত্ব আবিষ্কার করেছি অন্ধকারে। অন্ধকারে নীল রং ডুবে যায়, লাল রং ডুবে যায়, আমি ডুবে যাই, তোমার বেহায়া ছায়াতে। তোমাকে ডাকতে গিয়ে ডেকে বসেছি ভালোবাসার মৃত্যু-দূত...!!
অবশ্য একদিন----
নীল সাদার গন্ডিতে আটকে যাবে সব অভিযোগ, আটকে যাবো তুমি-আমি। চূড়ির বেতালের সুরে আবার প্রেম জাগবে, আবেগ বাসা বাঁধবে। হৃদয়ের কম্পনে অন্তঃস্বত্তায় প্রবেশ করিয়ে বলতে ইচ্ছে করবে-----
"ভালোবাসি তোমায়"
কোনো অাশা অাকাক্ষা নিয়ে কথাগুলো বলিনি। তুমি ভালো থাকো এটুকুই যথেষ্ট। তোমার জন্য অনেক শুভ কামনা রইল। এখন অার অামাকে না চিনলেও চলবে। কারণ কিছু জিনিস দূরে থাকাই ভালো...!!
রচনাকালঃ 
বঙ্গাব্দ: ২৫ চৈত্র ১৪২৩
খ্রিষ্টাব্দ: ০৮ এপ্রিল ২০১৭
রচনা-স্থান: রাজশাহী


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অ-প্রেরিত প্রেমের চিঠি-১

জীবনের সমীকরণ

বৃষ্টিস্নাত ক্যাম্পাস